এন.এইচ.এম এর আন্ডারে একাউন্টস ম্যানেজার নিয়োগ

পশ্চিম বঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কনট্রাকচুয়াল বেসিসে আন্ডারে একাউন্টস ম্যানেজার নিয়োগ করছে এন.এইচ.এম এর আন্ডারে। যোগ্যতা পুরন করতে পারা ইছুক চাকুরী প্রাথীরা ৮ই জুন, ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পোস্ট এর ডিটেলসঃ

পোস্টের নামঃ একাউন্টস ম্যানেজার (ডি.পি.এম.ইউ. / সি.পি.এম.ইউ. ) [ Accounts Manager (DPMU/CPMU)

শূন্য পদের সংখ্যাঃ ৫টি, এস সি- ৩, এস টি -১, পি.ডাবলু. ডি- ১

বেতনঃ ৩৫,০০০/- প্রতি মাসে।

স্থানঃ যে কোন জেলায় অথবা পুরসভা এলাকায়।

শিক্ষাগত যোগ্যতাঃ

এম.কম/ আই.সি.ডাবলু.এ. (ইনটার)/ সি. এ. (ইনটার)। ডাবল এন্ট্রি একাউনটিং সিস্টেমের নলেজ এবং ট্যাঁলি জানা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ

এক বৎসরের অভিজ্ঞতা থাকতে  হবে।

বয়সঃ

সর্বচ্চ ৪০ বছর, সর্বনিম্ন ২১ ০১-০১-২০২২ অনুসারে।

গুরুত্যপূর্ণ তারিখ গুলো হলঃ

আবেদন পত্র শুরুঃ  ২৫শে মে, ২০২২ থেকে।

রেজিস্ট্রেশান এর শেষ তারিখঃ ৩ই জুন, ২০২২ মাঝ রাত

আবেদন পত্র ফী জমা করার শেষ তারিখঃ ৫ই জুন, ২০২২ মাঝ রাত

সম্পূর্ণ আবেদন পত্র শেষ করার তারিখঃ ৮ই জুন, ২০২২ মাঝ রাত

অনলাইন এর লিঙ্ক গুলো হলঃ

Registration Link : Click Here

Continue After Registration : Click Here

Download Notice : Click Here

Application Print: Click Here
Know Your Applicatiion ID. : Click Here
এন.এইচ.এম এর আন্ডারে একাউন্টস ম্যানেজার নিয়োগ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *